সেন্টমার্টিন-টেকনাফ নৌ রুটে ভয়াবহ দুর্ঘটনা: শিশু নিখোঁজ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে একটি স্পিডবোট উল্টে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নুর আলী শাহ (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
ঘটনাস্থল থেকে বাকি ৭ জন যাত্রীকে উদ্ধার করা হলেও, নিখোঁজ শিশুটির সন্ধান এখনও পাওয়া যায়নি। সোমবার সকাল ১১টার দিকে সাগর উত্তাল থাকাকালীন শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফগামী স্পিডবোটটি সাগরের উত্তাল ঢেউয়ে আছড় খেয়ে উল্টে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানও এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরের প্রতিকূল আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫