|
প্রিন্টের সময়কালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৪:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:১৫ পূর্বাহ্ণ

চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার মডেল মসজিদের সভাকক্ষে, উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার চিলমারী প্রতিনিধি হাবিবুর রহমান, চিলমারী ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নুরুন্নবী মিয়া, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার স্টাফ রিপোর্টার ফাহমিদুল হক বুলেটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে মঞ্জু মিয়া, রিয়াজুল হক, আছিয়া বেওয়া, মমেনা বেওয়া, অনিল চন্দ্র ও দিপু চন্দ্র বলেন, হামরা অনেকদিন আগত কম্বল পাচলেং তখন থাকি হামার গুলেগ আর কাইও কম্বল দেয় নাই। তোমরা গুলে হামার গুলেক কম্বল দিলেন, আল্লাহ তোমার গুলের ভাল করবে বলে জানান তারা। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫