পাকিস্তানের পার্বত্য এলাকায় ক্যাবল কারে আটকা পড়া সবাইকে জীবিত উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পার্বত্য এলাকায় ক্যাবল কারে আটকা পড়া আটজনকে দীর্ঘ ১৫ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ক্যাবল কারটি দুইটি উপত্যকার মাঝখানে আটকা পড়ে। এরপর সকাল থেকে শুরু হয় অভিযান। হেলিকপ্টারসহ এতে অংশ নেন দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যাবল কারে আটকে যাওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ছয় শিশু এবং দুই জন প্রাপ্তবয়স্ক ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে ২৭৫ মিটার উপরে আটকা পড়ে ছিল।
পাকিস্তানের জরুরি পরিষেবার কর্মকর্তা বিলাল ফাইজি এ বিষয়ে বলেন, ‘উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ দুই জন প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে দেশটির আন্তঃ বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) পাঁচ শিশুকে উদ্ধারের কথা জানায়। অন্যদিকে এর এক ঘণ্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটজনের সবাইকেই উদ্ধার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫