|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৪ ০৪:০৮ অপরাহ্ণ

বৈধ ছাড়পত্র ছাড়া ইটভাটা বন্ধ: পরিবেশ উপদেষ্টা


বৈধ ছাড়পত্র ছাড়া ইটভাটা বন্ধ: পরিবেশ উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না।
 

 

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমারা আর কোনো নতুন ইটভাটার লাইসেন্স দেব না। অবৈধ ইটভাটা বন্ধ করে ব্লক ইটের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।”
 

 

বায়ু দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আমরা নির্মাণ কাজের সময় বায়ুদূষণ কমানোর ব্যবস্থা নিশ্চিত করব। পলিথিন ব্যবহার কমানো ও নদী পরিষ্কারের কাজও জোরদার করা হবে।”
 

বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের কাজ আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে পরিবেশ সংরক্ষণের বিভিন্ন প্রকল্পে সহায়তা করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫