|
প্রিন্টের সময়কালঃ ০২ জুলাই ২০২৫ ০২:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৫ ০৩:৫০ অপরাহ্ণ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু


শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
 

সকাল সাড়ে ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান। কবর জিয়ারতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
 

কবর জিয়ারতের পর এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং শ্রদ্ধা জানান।
 

পরে তারা জানান, কবর জিয়ারত শেষে তারা গাইবান্ধার উদ্দেশে রওনা হন, যেখানে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় রংপুর শহরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর এবং জাহাজ কোম্পানির মোড় হয়ে টাউন হলে এক পথসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
 

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলবে পুরো মাসব্যাপী—১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। এ সময় দেশের বিভিন্ন জেলা শহরে অনুষ্ঠিত হবে গণসমাবেশ, পথসভা, মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
 

এনসিপি নেতাদের ভাষ্য অনুযায়ী, এই পদযাত্রার মূল উদ্দেশ্য হলো—জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে স্মরণে রাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫