|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ০২:৪৮ অপরাহ্ণ

পাবনায় ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৩ জনকে হত্যা, আটক ৩


পাবনায় ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৩ জনকে হত্যা, আটক ৩


ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-

 

পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি ঘটনায় তিনজনকে গুলি, ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 

নিহতরা হলেন:

  • পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর বেতেপাড়ার বাসিন্দা এবং বিএনপি কর্মী জালাল উদ্দিন (৪০)।
  • ঈশ্বরদী উপজেলার রূপপুরের যুবলীগ কর্মী মানিক হোসেন (৩২)।
  • সদর উপজেলার রাধানগর ময়দানপাড়ার স্কুলছাত্র তুষার (২৫)।
     

হত্যাকাণ্ডের বিবরণ:

রোববার (১৭ নভেম্বর) সকাল: পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে বিএনপি কর্মী জালাল উদ্দিনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। পুলিশের তথ্যমতে, জালালের সঙ্গে একই দলের মুন্তাজ চেয়ারম্যান গ্রুপের পুরনো বিরোধ ছিল।

রোববার রাত: পাবনা শহরের বর্ণমালা কিন্ডারগার্টেনের পাশে দুর্বৃত্তরা তুষারকে গলায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তুষার স্কুলছাত্র সিয়াম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল: ঈশ্বরদী উপজেলার রূপপুর পাকার মোড়ে যুবলীগ কর্মী মানিক হোসেন দোকানে বসে থাকার সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ও ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তুষার হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 

পুলিশ সবগুলো হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছে এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ এবং প্রতিপক্ষের সংঘর্ষের কারণেই এসব হত্যাকাণ্ড ঘটেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫