|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০৮:৫৭ অপরাহ্ণ

শ্রেণিকক্ষে হঠাৎ শিক্ষার্থীদের অসুস্থতা, ৭ জন হাসপাতালে


শ্রেণিকক্ষে হঠাৎ শিক্ষার্থীদের অসুস্থতা, ৭ জন হাসপাতালে


ঢাকা প্রেস
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেণিকক্ষে ১০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে সাতজনকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই নবম শ্রেণির।
 

অসুস্থ শিক্ষার্থীরা হলো - সারিকা আক্তার, আশা মনি, চাঁদনি আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি এবং সানজিদা আক্তার।
 

অভিভাবকদের বক্তব্য অনুযায়ী, ক্লাস চলাকালে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে, পর্যায়ক্রমে আরও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে যান। কিছু অভিভাবক ধারণা করছেন, এটি জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনিক দেব বলেন, এটি প্যানিক অ্যাটাকের লক্ষণ হতে পারে। এটির নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং ২-১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫