আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতের উঠান বৈঠক: দাঁড়িপাল্লায় সমর্থনের আহ্বান
নিউজ ডেস্ক-চট্টগ্রাম:
নগরীর ৩৯ নং ওয়ার্ডের আলী শাহ পাড়া রেললাইন এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ১ ডিসেম্বর, সোমবার রাতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও জামায়াতে ইসলামীর নেতা হাজী মুজিবুল হক বকুল। সঞ্চালনা করেন বি.এম. সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি। আরও বক্তব্য দেন জামায়াত নেতা মোঃ মোজাম্মেল হক, কাউন্সিলর প্রার্থী ও শিক্ষাবিদ সংগঠক মোঃ শাহেদ, সমাজসেবক ও হোমিও চিকিৎসক ক্বারী ডা. মোঃ আব্দুল বারী এবং হোমিও চিকিৎসক ডা. আহসান হাবীব।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জিয়া, মোঃ মাহাবুব আলম হুজুরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর পরিচ্ছন্ন ও মূল্যবোধনির্ভর রাজনীতি এখনো অনুসরণীয়। সততা, নীতি এবং সেবাধর্মী রাজনীতি চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।
তারা অভিযোগ তুলে বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সত্যিকারের ইসলামী জোটের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার দাঁড়িপাল্লায় ভরসা রাখুন—আলহাজ্ব শফিউল আলমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫