|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৫:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ

২৮ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে ২ মাদক কারবারি আটক


২৮ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে ২ মাদক কারবারি আটক


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২৮ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
 

গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর জেলার বকশিগঞ্জ থানার মালিরচর এলাকার মো. সাজু মিয়া (৪১) ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার পাথরডুবি এলাকার মো. সবুজ মিয়া (২১)।
 

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল গত ১৫ জুলাই দুপুরে রৌমারী সদর ইউনিয়নের এলএসডি গোডাউনের গেটসংলগ্ন রৌমারী-জামালপুর পাকা সড়কে অভিযান চালায়। অভিযানে একটি সিএনজিতে থাকা সাজু মিয়া ও সবুজ মিয়াকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪টি ট্রাভেল ব্যাগের ভেতরে থাকা ৭টি ইনটেক প্যাকেটে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি (ওসি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকসহ দুই কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫