|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৯:১৩ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন


ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।

 

চার সদস্য বিশিষ্ট এই কমিটিতে হাসানাত আব্দুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সচিব এবং উমামা ফতিমাকে মুখপাত্র করা হয়েছে।
 

সারজিস আলাম জানান, সারা দেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। এই সমস্যা সমাধানে এবং সংগঠনটিকে আরও শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে সংগঠনটিকে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 

অন্যান্য সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল নয়। তবে দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে।
 

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫