মেসির দলে এবার যোগ দিচ্ছেন মার্টিনেজ?

স্পোর্টস ডেস্ক:-
ইন্টার মায়ামি এখন যেন লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুদের মিলনমেলা। মেসির যুক্তরাষ্ট্রে যাত্রার পরপরই তাঁর বার্সেলোনা-সঙ্গী লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেট সেখানে যোগ দেন। সম্প্রতি আর্জেন্টিনা দলের তাঁর অন্যতম আস্থাভাজন রদ্রিগো ডি পলও মায়ামিতে পাড়ি জমিয়েছেন। এবার একই পথে হাঁটতে পারেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
কানাডাভিত্তিক ফুটবল ওয়েবসাইট ‘ওয়েকিং দ্য রেড’ জানিয়েছে, মার্টিনেজকে দলে ভেড়াতে প্রাথমিক আলোচনা শুরু করেছে ইন্টার মায়ামি। কারণও স্পষ্ট—কয়েকদিন আগে দলের প্রথম পছন্দের গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার শার্লট এফসিতে যোগ দিয়েছেন। তাই শূন্যস্থান পূরণে মায়ামির নজর পড়েছে মার্টিনেজের দিকে।
মেসির ঘনিষ্ঠতা হয়তো মার্টিনেজকে আনার পথে বাড়তি সুবিধা দেবে। যদিও শুধুমাত্র বন্ধুত্ব নয়, বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষক এখন বিশ্বের সেরাদের একজন। তাছাড়া ড্রেক ক্যালেন্ডারের ট্রান্সফার থেকে মোটা অঙ্কের অর্থ এসেছে মায়ামির হাতে—যা দিয়ে সহজেই এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হতে পারে।
অ্যাস্টন ভিলায় ২০২0 সালে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই তিনি দলের এক নম্বর গোলরক্ষক। তবে চলতি মৌসুমে নিউক্যাসলের বিপক্ষে প্রথম ম্যাচে না খেলায় তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ে। গত মৌসুমের শেষদিকে সমর্থকদের আবেগঘন বিদায় জানানোয় অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি—কারণ ম্যানইউ তাঁকে কেবল ধারে নিতে চাইছিল, যা ভিলা মেনে নেয়নি।
সৌদি আরব থেকেও প্রস্তাব পেয়েছিলেন মার্টিনেজ, কিন্তু তা ফিরিয়ে দেন। এখন অ্যাস্টন ভিলা তাঁর জন্য চাইছে প্রায় ৪০ মিলিয়ন ইউরো। ইন্টার মায়ামি সেই অর্থ দিতে রাজি হয় কিনা, সেটিই এখন আলোচনার মূল বিষয়। যদি সব ঠিকঠাক হয়, তবে খুব শিগগিরই মায়ামিতে মেসি, রদ্রিগো ডি পল ও মার্টিনেজকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫