|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৬ অপরাহ্ণ

ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা


ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা


ঢাকা প্রেস
ফরিদপুর জেলা প্রতিনিধি:-


ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক ঘটনায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে, মধুখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামের নিজ বাসভবনে রুমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রুমার নানী সোফিয়া বেগম তাকে এই অবস্থায় দেখে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

মধুখালী থানার এসআই নিজাম শেখ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রুমার দুই বছরের ছেলে মাহমুদুল হাসান সাদাত ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় তার স্বামী সাগর ফকির তাকে রাগারাগি করেছিলেন। এই ঘটনায় অভিমান করেই রুমা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫