|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০১:১৪ অপরাহ্ণ

রংপুরে ৩৪ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ


রংপুরে ৩৪ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ


ঢাকা প্রেস নিউজ
 

রংপুর জেলায় আইন বিভাগে ব্যাপক নিয়োগ:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক আদেশে রংপুর জেলার বিভিন্ন আদালতে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে রংপুর জেলার আইন বিভাগে নতুন এক অধ্যায়ের সূচনা হল।

 

জিপি (সরকারি কৌঁসুলি): রংপুর জেলা জজ আদালতে একজন জিপি এবং চারজন অতিরিক্ত জিপির পাশাপাশি তিনজন সহকারী জিপি নিয়োগ করা হয়েছে।

পিপি (পাবলিক প্রসিকিউটর): জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ট্রাইব্যুনাল, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে মোট ১৬ জন পিপি ও সহকারী পিপি নিয়োগ করা হয়েছে।

অতিরিক্ত পিপি: জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ জজ আদালতে মোট ১০ জন অতিরিক্ত পিপি নিয়োগ করা হয়েছে।

সহকারী পিপি: বিভিন্ন আদালতে ৭ জন সহকারী পিপি নিয়োগ করা হয়েছে।

 

এই ব্যাপক নিয়োগের ফলে রংপুর জেলার আদালতে আইনী সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে। পাশাপাশি, আদালতের কাজের চাপ কমবে এবং বিচার বিভাগ আরও সুসংগঠিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫