জন-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: প্রেস সচিব
ঢাকা প্রেস নিউজ
জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে একটি সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম” শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি সাংবাদিক সমিতি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, জনগণের চাওয়া পূরণ হচ্ছে কি না। এর জবাবে বলবো, আমরা অভূতপূর্ব কাজ করছি এবং জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গঠনের জন্য কমিশনের মাধ্যমে জন-আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই আন্দোলনের ফসল হলো কমিশনের রিপোর্ট। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, এগুলো অধ্যয়ন করুন এবং ক্যাম্পাসে এসব নিয়ে আলোচনা চালিয়ে যান। পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন-ইতিহাস সংরক্ষণেও ভূমিকা রাখতে হবে। শহীদদের মূল্যায়ন করা আমাদের সকলের দায়িত্ব।”
গণতন্ত্র প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, “গুম, খুন, গণহত্যার বিচার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একইসঙ্গে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবিসাসের সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিপ্লবের লক্ষ্য অর্জনে বিপ্লবীরা দ্রুত পরিবর্তনের আশা করলেও রাষ্ট্রের দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে সময় প্রয়োজন। দীর্ঘ সময় ধরে চলে আসা গুম, খুন, অর্থ পাচার, অন্যায় ও দুর্নীতি একদিনে দূর করা সম্ভব নয়। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”
সেমিনারে উপস্থিত ব্যক্তিরা রাষ্ট্র সংস্কার এবং জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫