|
প্রিন্টের সময়কালঃ ১৩ জুলাই ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

ঢাকায় ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল 


ঢাকায় ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পি‌টি‌য়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে কু‌ড়িগ্রামে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ হয়েছে। মি‌ছি‌লে বিএন‌পি ও যুবদলকে দায়ী ক‌রে বি‌ভিন্ন যুবদলকে দেন শিক্ষার্থীরা।
 

শনিবার (১২ জুলাই) দুপুরে কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ চত্বর থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়। ‘ কু‌ড়িগ্রা‌মের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব‌্যানা‌রে বের হওয়া মি‌ছিল‌টি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে ঘোষপাড়া মু‌ক্তি‌যোদ্ধা স্মৃ‌তিফলক প্রাঙ্গ‌নে সমা‌বে‌শে মি‌লিত হয়।
 

‘ জে‌গে‌ছে‌রে জে‌গে‌ছে, ছাত্রসমাজ জে‌গে‌ছে’, ‘ আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’ , ‘যুবদ‌লের এক গুণ, পাথর মে‌রে ক‌রে খুন’ ,  ‘ চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ আমার ভাই মর‌লো কেন, তা‌রেক জিয়া জবাব চাই’ , চাঁদা লাগ‌লে চাঁদা নে, আমার ভাই‌কে ফেরত দে’,  ’একশন টু একশন ডাইরেক্ট একশন’,  ‘ চাঁদাবা‌জের কা‌লো হাত, ভে‌ঙে দাও গুঁ‌ড়ি‌য়ে দাও’ —এমন সব স্লোগানে প্রক‌ম্পিত হয়ে ওঠে জেলা শহর।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কু‌ড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আ‌জিজ না‌হি‌দের নেতৃত্বে কর্মসূচি‌তে জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে‌র শিক্ষার্থীরা অংশ নেন।
 

শিক্ষার্থী ও সংগঠক সা‌দিকুর রহমা‌নের সঞ্চালনায় সমা‌বে‌শে দেওয়া বক্ত‌ব্যে বৈষম‌্যবি‌রোধী নেতা না‌হিদ চাঁদাবাজ ও হত‌্যাকারী‌দের হুঁ‌শিয়ার ক‌রে দি‌য়ে ব‌লেন, ‘ আপনারা বিএন‌পি হন, যুবদল হন আর ছাত্রদল হন আপনা‌দের দেখার সময় আমা‌দের নাই। আমরা সাধারণ ছাত্ররা অন্যায়য়ের বিরু‌দ্ধে যেমন ছিলাম তেম‌নি থাক‌বো।’ এসময় তি‌নি সাধারণ মানুষ‌কে অন‌্যা‌য়ের বিরু‌দ্ধে রু‌খে দাঁড়া‌নোর আহ্বান জানান।
 

সরকার‌কে হুঁ‌শিয়ার ক‌রে দি‌য়ে না‌হিদ ব‌লেন,’ সরকার‌কে বল‌তে চাই, আপনারা য‌দি এই চাঁদাবাজ‌দের ধর‌তে না পা‌রেন তাহ‌লে আমরা আইন হা‌তে তু‌লে নি‌তে বাধ‌্য হ‌বো। চ‌ব্বি‌শের পর আমরা আপনা‌দের সু‌যোগ দি‌য়ে‌ছি ভা‌লোভা‌বে কাজ করার। কোনও দলকানাভা‌বে কাজ কর‌বেন না। য‌দি দলকানা কাজ ক‌রেন তাহ‌লে এই বাংলায় আপনাদের নাম আমরা মু‌ছে দে‌বো।’ সমা‌বে‌শে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া দা‌বি জানান ছাত্রনেতৃবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫