কক্সবাজারে অপরাধী চক্রের টর্চার সেল উন্মোচিত, চারজন গ্রেপ্তার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজার শহরে র্যাব একটি ভয়াবহ অপরাধী চক্রের টর্চার সেল উন্মোচন করেছে। গত মঙ্গলবার মধ্যরাতে পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে চালানো অভিযানে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি পর্যটকসহ সাধারণ মানুষকে জিম্মি করে নির্যাতন চালিয়ে আসছিল। তারা পরিত্যক্ত একটি ঘরকে আস্তানা হিসেবে ব্যবহার করে অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ আদায়ের কাজে লিপ্ত ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ, মৃত বিমল দের ছেলে উৎপল দে, মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর এবং কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র।
র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আস্তানাটি ঘিরে ফেললে অপরাধীরা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে চারজনকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। আস্তানা তল্লাশি করে কিরিচ দা, ছুরি, প্লাস্টিকের লাঠি, রশি এবং চুরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে মানুষকে লক্ষ্য করে অপরাধ চালিয়ে আসছিল। জিম্মিদের নির্যাতন করে মুক্তিপণ আদায় করত তারা।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫