|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৯ অপরাহ্ণ

গোপালগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬


গোপালগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬


ঢাকা প্রেস
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:-


 

গোপালগঞ্জের কাশিয়ানীতে রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে পাঁচজনের নাম শনাক্ত করা হয়েছে: সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪), তানিয়া আফরোজ (২৮) এবং তার মা তহুরা বেগম (৫৫)। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।
 

কাশিয়ানী ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫