|
প্রিন্টের সময়কালঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৭ অপরাহ্ণ

সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক


সোনামসজিদ সীমান্তে ৩.৭ কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যানসহ ১ জন আটক


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর বিশেষ টহল অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা ১৫ মিনিটে সোনামসজিদ বিওপি’র টহলদল কানসাট গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে।
 

আটককৃত ব্যক্তি হলেন –
মোঃ মিজানুর রহমান (২৫), পিতা: মোঃ সেতাবুর রহমান, গ্রাম: উমরপুর, ডাকঘর-ভবানীপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

 

অভিযানে তার কাছ থেকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র টহল বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫