মুরাদনগরে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস গ্রেপ্তার

নিউজ ডেস্ক:-
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংঘটিত দুটি মামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (তারিখ) উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ মুরাদনগরের কোম্পানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক নেতা আবুল কামালকে আটক করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় তাকে ছাড়িয়ে নিতে মুরাদনগর থানায় হামলা চালানো হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার পর মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আক্কাস বাদী হয়ে থানায় হামলা, আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ পুলিশের ওপর হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।
একই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সাল চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে আরেকটি মামলা করেন। ওই মামলায় শ্রমিক নেতা আবুল কামালকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।
এই দুই মামলায় এখন পর্যন্ত বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫