খাগড়াছড়িতে সেনাবাহিনীর ২০৩ রিজিয়নের উদ্যোগে বন্যার্তের মাঝে ত্রান বিতরণ।

ঢাকা প্রেস
মোঃ আনোয়ার হোসেন (জীবন);খাগড়াছড়ি প্রতিনিধি:-
সারাদেশে ভারী বৃষ্টিপাতে পাহাড়ী জনপদ খাগড়াছড়ির জেলার বিভিন্ন নিচু উপজেলা এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়ে পানিবন্ধী অসংখ্য মানুষ! বন্যা দুর্গত এসব মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির ২০৩ রিজিয়ন।
খাগড়াছড়ি সদরের গুঞ্জপাড়া, আরামবাগ, শান্তি নগর,গোলবাড়ি, সহ চেঙ্গী নদীর পাশ্ববর্তী নিচু এলাকায় গুলোতে অসংখ্য মানুষের বাড়ি- ঘরে বন্যার পানিতে ডুবে যায়।
ফলে বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সহ অন্যন্যা গুলো বিভিন্ন ভাবে বন্যার্তের পাশে দাঁড়ায়।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু সব সময় জনগণের জান- মাল নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে থাকে।
তাই তাদের সর্বোচ্চটা দিয়ে ত্রান সামগ্রী হিসেবে খিচুড়ি সহ অন্যন্যা শুকনো খাবার বিতরণ করেন এবং পানিবন্ধীদের উদ্ধার কাজ অব্যাহত রাখেন।
শুধু তাই নয়,বাংলাদেশ সেনাবাহিনী দেশের সকল পরিস্থিতি নিরসনের জন্য তারা সব সময় নিবেদিত প্রাণ। জনসাধারণের জীবনের প্রতিটা পরতে পরতে তারা জীবনবাজী রেখে নির্লসভাবে কাজ করে থাকে।
খাগড়াছড়ির ২০৩ রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান,(এসপিপি,এনডিসি,পিএসসি) বন্যার্তের মাঝে খাবার তুলে দেন।
এ সময় খাগড়াছড়ির ২০৩ রিজিয়ন,ও সদর জোনের অন্যন্যা সেনা কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫