|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মে ২০২৩ ০১:৫৪ অপরাহ্ণ

সৌদি আরবে প্রথম মৌসুমে কিছুই জেতা হলো না রোনালদোর


সৌদি আরবে প্রথম মৌসুমে কিছুই জেতা হলো না রোনালদোর


সৌদি আরবে প্রথম মৌসুমটা শূন্য হাতেই শেষ করতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গতকাল রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের সঙ্গে তাঁর দল আল নাসরের ১-১ গোলের ড্র এবং আর ফেইহার বিপক্ষে আল ইত্তিহাদের ৩-০ গোলের জয়ে নিশ্চিত হয়ে গেছে সৌদি আরবে প্রথম মৌসুমে কিছুই জেতা হলো না পর্তুগিজ তারকার। 

সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদো নাম লেখান এ বছরের জানুয়ারিতে। রোনালদো যখন ক্লাবটিতে নাম লেখান, তখন তাদের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আল নাসর। এ ছাড়া কিংস কাপে তারা ছিল কোয়ার্টার ফাইনালে এবং সুপার কাপের সেমিফাইনালে। 


রোনালদোকে দলে ভেড়ানোর পর একেক করে সব আশা যেন নিভে যেতে থাকে আল নাসরের। এমন নয় যে সৌদি আরবের ফুটবলে রোনালদোর শুরুটা ভালো হয়নি। কিংস কাপ ও সুপার কাপে কোনো গোল না পেলেও সৌদি প্রো লিগে এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে ১৪ বার লক্ষ্যভেদ করেছেন রোনালদো।

তবে দলের প্রয়োজনের কিছু ম্যাচে সেভাবে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো জেতা তারকা। রোনালদো আল নাসরে নাম লেখানোর পর ক্লাবটি প্রথম ছিটকে পড়ে সুপার কাপ থেকে। ২৬ জানুয়ারি আল ইত্তিহাদের কাছে সেমিফাইনালে তারা হেরেছে ৩-১ গোলে। সেই ম্যাচে রোনালদো খেললেও কোনো গোল পাননি বা সেভাবে ম্যাচে কোনো প্রভাবও ফেলতে পারেননি।

আল নাসর এরপর মার্চ মাসের ৯ তারিখে লিগে শীর্ষস্থান হারায়। সেদিন আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল রোনালদোর দল। এরপর এপ্রিলে কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে ছিটকে পড়ে আল নাসর।


এবার তো এক ম্যাচ বাকি থাকতেই প্রো লিগের শিরোপা হাতছাড়া হয়ে গেল। কাল আল ফেইহার বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোমারিনিওর জোড়া গোলের সঙ্গে আহমেদ শাহরাহিলির এক গোল মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতেছে আল ইত্তিহাদ। অন্যদিকে আল নাসরের ১-১ গোলের ড্রয়ে গোল পাননি রোনালদো। দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠ থেকে তুলে নেন আল নাসরের কোচ।

গতকালের জয়ের পর ১৫ দলের লিগে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট হয়েছে আল ইত্তিহাদের। সমান ম্যাচে আল নাসরের পয়েন্ট ৬৪। শেষ ম্যাচে আল নাসর জিতলে আর আল ইত্তিহাদ হারলেও ৫ পয়েন্টের এই ব্যবধান ঘোচার নয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫