|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৫ ০২:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ

৫ দফা দাবিতে কুড়িগ্রামে জামায়াতের মানববন্ধন


৫ দফা দাবিতে কুড়িগ্রামে জামায়াতের মানববন্ধন


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে জাতীয় সংবিধানের জুলাই সংশোধনের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত শাখা।
 

বুধবার(১৫ অক্টোবর) বিকেল ৪টায় কুড়িগ্রাম জিরো পয়েন্ট শাপলা চত্বরে প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধনে কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া হতে জেলা পরিষদ অফিসের সামন পর্যন্ত রাস্তার দুই ধারে প্লেকার্ড হাতে শত শত জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন।
 

এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী সভাপতিত্বে বক্তব্য রাখেন। 
 

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকারসহ সদর উপজেলার কমিটির আহবায়ক ও সদস্য সচিবগণ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫