মাদারগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে প্যানেল চেয়ারম্যানসহ দুইজন আটক
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে নাশকতা মামলায় এক ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানসহ দুইজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, রোববার (রাত) আনুমানিক ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর এলাকার নিজ বাড়ি থেকে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন (৪৮) কে আটক করা হয়। তিনি ৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সহসভাপতি ছিলেন। শাহিন শাহের দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই অভিযানে আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে আমিনুল ইসলাম (৪৯) নামে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদককে আটক করে পুলিশ। মিজানুর রহমানের দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আটকের পর সোমবার (সকাল) বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃত দুইজনকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এদিকে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনের আটকের প্রতিবাদে সোমবার সকাল ১০টা থেকে প্রায় আধা ঘণ্টা ধরে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা তাকে মুক্তির দাবিতে মাদারগঞ্জ মডেল থানার গেটের সামনে অবস্থান নেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নাশকতা মামলায় আটক দুইজনকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬