ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান পদত্যাগ করেছেন

ঢাকা প্রেস নিউজ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু রোববার (১৮ আগস্ট) রাতে পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যানকে ইমেইলের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং ডিএসই সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে।
উল্লেখ্য, এর আগে ১২ আগস্ট ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এক সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণের দাবি তুলেছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫