|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৭:১০ অপরাহ্ণ

কারাগারে বসেই ভোট দেবেন ইনু-মেননসহ ২২ সাবেক এমপি-মন্ত্রী


কারাগারে বসেই ভোট দেবেন ইনু-মেননসহ ২২ সাবেক এমপি-মন্ত্রী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হিসেবে অংশ নিতে না পারলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রী। এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাদেক খান ও সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা।
 

দেশে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার কার্যকর হওয়ায় এ সুযোগ পাচ্ছেন তারা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি।
 

ইসি ও কারা কর্তৃপক্ষ জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কারাগারগুলোতে ভোটকেন্দ্র স্থাপন, ভোটের সময়সূচি নির্ধারণ এবং নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।
 

প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালুর পাশাপাশি আইন সংশোধনের মাধ্যমে হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তবে মোট প্রায় ৮৪ হাজার কারাবন্দির মধ্যে তুলনামূলক কমসংখ্যক বন্দিই ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।
 

কারা সূত্রে জানা গেছে, অনেক বন্দির জাতীয় পরিচয়পত্র না থাকায় এবং অনেকে ভোট দিতে আগ্রহী না হওয়ায় নিবন্ধিত ভোটারের সংখ্যা কম হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬