|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ

পলাশবাড়ীতে জামায়াত ও অঙ্গ সংগঠনের ৪ কর্মী বহিস্কার!


পলাশবাড়ীতে জামায়াত ও অঙ্গ সংগঠনের ৪ কর্মী বহিস্কার!


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার ৪ কর্মীকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে।


 



২৮ জানুয়ারী মঙ্গলবার উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের বৈঠকে বহিস্কৃত ৪ কর্মীর বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়। বৈঠকে সর্ব সম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাদেরকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলো গোলজার সরকার রাজিব,রুবেল মিয়া,আজহারুল ইসলাম খোকন ও সুমন মিয়া।

 

বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন,শুরা বৈঠকের সিদ্ধান্তে এ বহিস্কার আদেশ কার্যকর করা হয়েছে।
 

তিনি আরো জানান,বহিস্কৃতরা আগামীতে কোনো প্রকার দেশবিরোধী কাজে অংশগ্রহণ করলে সেই দায়ভার সংগঠন কোনো ভাবেই বহন করবে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫