বেরোবি প্রক্টরের ঘোষণা চোর ধরিয়ে দিলে পুরস্কার

ঢাকা প্রেস
বেরোবি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে চুরির ঘটনা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান শনিবার (১৯ অক্টোবর) জানিয়েছেন, ক্যাম্পাসে চোর ধরতে পারলে পুরস্কার দেওয়া হবে।
প্রক্টরের মতে, গত ছয় মাসে ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি বাইসাইকেল ও মোটরসাইকেল চুরি হয়েছে। এমনকি শিক্ষকদের ডরমিটরিও এই চুরির আওতায় পড়েছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, ক্যাম্পাসে মাদকের দৌরাত্ম্য বৃদ্ধির ফলে চুরির ঘটনাও বেড়েছে। এছাড়া, কিছু অসাধু চক্র বিশ্ববিদ্যালয়ের ভেতরেই এই চুরি চক্র পরিচালনা করছে বলে তাদের সন্দেহ।
এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনসার ও নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি, চোর ধরতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। তবে, পুরস্কারের পরিমাণ এখনও স্পষ্ট করা হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫