বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার (২২ ডিসেম্বর) শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসীন।
সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ গত শুক্রবার। রোববার জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান জানান, বিচারক শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নাকচ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন— মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।
গত ১৯ ডিসেম্বর গভীর রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেটকারের চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। ঘটনাস্থলে রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মাসুদের সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।
ঘটনার সময় সাবেক সেনা কর্মকর্তা এক সন্তানের ছেলে মুবিন আল মামুন প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। ঘটনার পর মামুনের পাশাপাশি তার দুই বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফল আসে। এর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন রূপগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান। এজাহারে বলা হয়, ঘটনার পর প্রাইভেটকার তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া যায়।
এর আগে, ২০ ডিসেম্বর নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ১৯ ডিসেম্বর রাত ৮টার দিকে বুয়েট ছাত্র মুহতাসিম মাসুদের সঙ্গে তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন এবং পূর্বাচল ৩০০ ফুট সড়কে বেড়াতে যান। সেখানে নীলা মার্কেটে রাতের খাবার খাওয়ার পর, ভোররাতে আনুমানিক ৩টার দিকে বাড়ি ফেরার সময় নীলা মার্কেটের কাছের পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ওই সময় একটি বেপরোয়া গতিের গাড়ি চেকপোস্ট অতিক্রম করে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন মেহেদী হাসান খান ও অমিত সাহা।
পরে মেহেদীকে স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫