আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয়
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস

টনি হাছেনি (USA) ও বাংলাদেশের যাদুশিল্পী মোহাম্মদ বাসেদ
বাংলাদেশের জাদুশিল্পী মোহাম্মদ বাসেদ আন্তর্জাতিক মঞ্চে অর্জন করলেন চমকপ্রদ সাফল্য।

থাইল্যান্ডে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতা “JAS Wonder Magic Competition 2025”–এ অংশগ্রহণ করে তিনি খেতাবজয়ী হন।

এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে পরিচিত “Thailand International Magic Extravaganza” নামে এবং আয়োজক প্রতিষ্ঠান Mamda Thailand। বিভিন্ন দেশের খ্যাতনামা জাদুশিল্পীরা অংশ নেয়ার মধ্যেই বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ বাসেদ। তিনি Stage International Magic Competition 2025 বিভাগে অংশগ্রহণ করেন।

মঞ্চে তার অসাধারণ পারফরম্যান্স, অভিনব কৌশল ও দৃষ্টিনন্দন স্টেজ প্রেজেন্টেশন বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। তার এই দারুণ পরিবেশনার জন্য মোহাম্মদ বাসেদ অর্জন করেন Silver Star Award, যা তার জাদুশিল্পীজীবনের গৌরবময় একটি অধ্যায় হিসেবে লিখিত হলো।

পুরস্কার অর্জনের অনুভূতি ব্যক্ত করে মোহাম্মদ বাসেদ বলেন:
"একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরার জন্য আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।"

থাইল্যান্ডের এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ জাদু উৎসব হিসেবে পরিচিত। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে Silver Star Award অর্জন করায় দেশের জাদুশিল্প অঙ্গনে যুক্ত হলো নতুন এক সাফল্যের অধ্যায়।

সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫