|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৩ ০৬:৩৯ অপরাহ্ণ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার শঙ্কা


মাঝে আর এক দিন এর পরই পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ডই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে রেখেছিল। 

কিন্তু গতকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বাতিল হয়ে যেতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচের এক দিন আগে অর্থাৎ আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা।


ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠানের সূচি চূড়ান্ত হয়েছে। যদিও সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথাই এখন জানাচ্ছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম। উদ্বোধনী অনুষ্ঠানের দিনই হবে ‘ক্যাপ্টেনস ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হয় ক্যাপ্টেনস ডে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানাচ্ছে, ক্যাপ্টেনস ডে হলেও বাতিল হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। চূড়ান্ত ঘোষণা জানতে তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫