|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৪:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড


চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড


ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, তিন জনকে দশ দিনের (প্রতেকে ১০ দিন করে) জন্য বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

 


আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের, ফকিরেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (৩২), অপিজল ইসলাম (৩৫) ও হাবিবুর রহমান (১৯)। সকলেই উলিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরও বলেন আজকে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ও পুলিশ সদস্য।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫