বাংলাদেশের নির্বাচনে সহযোগিতায় আগ্রহী ইউএনডিপি
ঢাকা প্রেস নিউজ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, বাংলাদেশের নির্বাচনে টেকনিক্যাল সাপোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত ইউএনডিপি। তবে তাদের সহযোগিতা নির্ভর করবে নির্বাচন কমিশনের চাহিদার ওপর। কমিশনের প্রয়োজন অনুযায়ী ইউএনডিপি সহায়তা প্রদান করবে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ইউএনডিপি ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের কারিগরি দিকগুলোতে সহযোগিতা করবে। এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতার তালিকা প্রদান করবে সংস্থাটি।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে অনুষ্ঠিত প্রতিটি জাতীয় নির্বাচনে ইউএনডিপি নির্বাচন কমিশনকে কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন এবং জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫