আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে: ম্যাঁক্রো

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থীদের কাছে পরাজয়ের পর ম্যাঁক্রো রবিবার আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন।
এক্সে তিনি বলেন, ফ্রান্সের জনগণের নিজের ও ভবিষ্যত প্রজন্মের জন্যে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার বিষয়ে আমি আস্থাশীল। আমার একমাত্র আকাক্সক্ষা দেশের উপকারে লাগা। কারণ, এই দেশকে আমি ভালোবাসি। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনের অতি ডানপন্থি দল ন্যাশনাল র্যালির কাছে ইমানুয়েল ম্যাঁক্রোর রেনেসাঁ পার্টির পরাজয়ের খবর আসতে থাকার পরপরই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন ম্যাঁক্রো। সেই সঙ্গে তিনি আগাম নির্বাচনের ঘোষণাও দেন।প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট হবে ৭ জুলাই।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫