|
প্রিন্টের সময়কালঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩১ অপরাহ্ণ

সিটি গেইটে সড়ক দূর্ঘটনায় ৫ জেলে ও চালক নিহত পরিবারকে জামায়াতের অর্থ অনুদান


সিটি গেইটে সড়ক দূর্ঘটনায় ৫ জেলে ও চালক নিহত পরিবারকে জামায়াতের অর্থ অনুদান


সীতাকুণ্ড প্রতিনিধিঃ-


সিটি গেইটে সড়ক দূর্ঘটনায় ৫ জেলে ও চালকের পরিবার কে অর্থিক অনুদান দিয়েছেন জামায়াতে ইমলাম বাংলাদেশ।


 



আজ বুধবার সকাল ৯ টায় ফৌজদারহাট জেলেপাড়ায় এই অর্থ প্রদান করেন চট্টগ্রাম জেলা জামায়াতে আমীর, মহানগর আমীর ও জামায়াত নেতৃবৃন্দ।

 



ভোর সকালে ফিসারীঘাট থেকে মাছ এনার জন্য জেলেদের পরিবহনকৃত মিনি ট্রাকটি যেদিন চট্টগ্রাম সিটি গেটে সড়ক দুর্ঘটনায় পতিত হই, সেই দিনেই সাথে সাথে চট্টগ্রাম মহানগরী জামাতের  ভারপ্রাপ্ত আমীর জননেতা মোঃ নজরুল ইসলাম ও জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজে হতাহতদের দেখতে যান, মহানগর আমীর সে দিনই ঘোষণা দিয়েছিল।

 



আমরা আপনাদের বাড়িতে যাব, আপনাদের খোঁজ খবর নিব, সহযোগিতা করবো,সেই ওয়াদা রক্ষার্থে আজ বুধবার জেলেপাড়ায় বিশাল জেলে জমায়েতের মধ্য দিয়ে অনুদার বিতরণকালে বক্তব্য রাখেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো: নজরুল ইসলাম, মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমীর জননেতা আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহমুদুল্লাহ, চট্টগ্রাম ডবলমুরী থানা জামায়াত আমীর মোহাম্মদ ফারুক আজম, জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী,সীতাকুণ্ড  উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তাহের,সীতাকুণ্ড উপজেলার জামায়াতের অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারী মোঃ কুতুব উদ্দিন শিবলী,সলিমপুর জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসাইন, মোঃ মহিউদ্দিন চৌধুরী,সোনাইছড়ি ইউনিয়ন আমীর কাজী মো: জাহেদ ইমাম, সলিমপুর ৩ নং ওয়ার্ড সভাপতি রেজাউল রহমান রাজু, মোহাম্মদ নূর হোসেন,মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ,মাস্টার শাহ রুবেল, মুসলিম উদ্দিন, হেলাল উদ্দিন, জাহিদ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

 



নেতৃবৃন্দ বলেন,যেকোন দূর্যোগে জামায়াত আপনাদের পাশে থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫