|
প্রিন্টের সময়কালঃ ২৯ মে ২০২৫ ০৭:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ মে ২০২৫ ০৭:৩২ অপরাহ্ণ

মুরাদনগরে ভূমি মেলার সমাপ্তি: জনগণের দোরগোড়ায় ডিজিটাল ভূমি সেবা


মুরাদনগরে ভূমি মেলার সমাপ্তি: জনগণের দোরগোড়ায় ডিজিটাল ভূমি সেবা


আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:-




"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"—এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে তিন দিনব্যাপী ভূমি মেলা নানা কর্মসূচির মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (সমাপনী দিনে) বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। তিনি বলেন, “ভূমি সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, জনগণ যেন হয়রানি ছাড়াই দ্রুত ও সঠিক সেবা পায়—এটাই আমাদের প্রধান লক্ষ্য।”
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
 

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
 

অনুষ্ঠানের শেষে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই মেলার মধ্য দিয়ে জনগণের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও সেবা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫