|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৫:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০১:৫২ অপরাহ্ণ

রাজবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড


রাজবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (রাজবাড়ী):-


রাজবাড়ীতে গৃহবধূ বিউটি বেগম (৩০) হত্যা মামলায় তার স্বামী মো. লতিফ কাজী (৩৯)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, লতিফকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় ঘোষণা করেন।
 

দণ্ডপ্রাপ্ত লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর পুত্র।
 

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ জানুয়ারি রাতে লতিফ কাজী তার স্ত্রীর সাথে তুমুল ঝগড়ায় জড়ান। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে বিউটি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর লতিফ পালিয়ে যান।
 

১৯ জানুয়ারি বিউটির বাবা মো. বিল্লাল মোল্লা রাজবাড়ী সদর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।
 

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে বিচারক লতিফ কাজীকে ফাঁসির দণ্ড দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫