|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ০২:৪১ অপরাহ্ণ

ট্রুথ সোশ্যাল-এ যোগ দিলেন মোদী, প্রথম পোস্টে বন্ধু ট্রাম্পের সঙ্গে পুরনো ছবি শেয়ার


ট্রুথ সোশ্যাল-এ যোগ দিলেন মোদী, প্রথম পোস্টে বন্ধু ট্রাম্পের সঙ্গে পুরনো ছবি শেয়ার


অনলাইন ডেস্ক:-

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ যোগ দিয়েছেন। মোদি বিশ্বের কয়েকজন শীর্ষ নেতার মধ্যে একজন যিনি এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলেছেন।
 

সোমবার তিনি প্রথম পোস্টে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় হিউস্টনে তোলা একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে ট্রাম্পের সঙ্গে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে মোদি লেখেন, "আমি ট্রুথ সোশ্যাল-এ যোগ দিতে পেরে আনন্দিত।"
 

ট্রাম্প ২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন, যা তার টুইটার ও ফেসবুক থেকে নিষিদ্ধ হওয়ার পর তার বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে উঠে আসে। এই প্ল্যাটফর্মটি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (TMTG)-এর মালিকানাধীন, যা ২০২৪ সালের মার্চে পাবলিক শেয়ার মার্কেটে আসে। বর্তমানে ট্রাম্পের এর ৫৭% শেয়ার রয়েছে।
 

মোদি তার অ্যাকাউন্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফলো করছেন। বাংলাদেশ সময় সোমবার ভোর ৩:৩০ পর্যন্ত মোদির ফলোয়ার সংখ্যা ছিল ২১,৫০০।
 

একই দিনে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মোদির একটি সাক্ষাৎকারের লিংক শেয়ার করেন। এই সাক্ষাৎকারে মোদি তার জীবনযাত্রা, ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
 

ট্রুথ সোশ্যালের কার্যকারিতা অনেকটা টুইটারের মতো। এখানে পোস্টগুলোকে 'ট্রুথ' এবং শেয়ারগুলোকে 'রিট্রুথ' বলা হয়, এবং বিজ্ঞাপনগুলো 'স্পনসর্ড ট্রুথ' হিসেবে পরিচিত।
 

তবে, ট্রুথ সোশ্যাল এখনও X (সাবেক টুইটার)-এর তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক পিছিয়ে। ব্লুমবার্গের তথ্যমতে, প্ল্যাটফর্মটির ট্রাফিক X-এর তুলনায় ৪০০ গুণ কম। ২০২৪ সালে TMTG-এর রাজস্ব ছিল মাত্র ৩.৬ মিলিয়ন ডলার, যেখানে লোকসান হয়েছে ৪০০ মিলিয়ন ডলার।
 

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ৯.২৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা X-এ থাকা তার ৮৭ মিলিয়ন ফলোয়ারের তুলনায় অনেক কম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫