চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ
ঢাকা প্রেস নিউজ
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে এক নতুন বার্তা দিয়েছেন—‘চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’
সোমবার রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক, পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। সেদিন বিকেল ৩টায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরবর্তীতে তার পরিবার ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫