|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৩ ০৫:৫০ অপরাহ্ণ

নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা


নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা


নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ আবু রায়হান প্রবান (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত ১১টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

আবু রায়হান প্রবান নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি। সে মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তারা মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।


অভিযান পরিচালনাকারী এসআই কানাই লাল চক্রবর্তী জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার একটি ঘরে প্রবানকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়ার পর প্রবানকে আটক করা হয়েছে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,  এ ঘটনায় প্রবানের বিরুদ্ধতা মামলার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার সকালে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫