|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৩৪ অপরাহ্ণ

দুই শিশুর মর্মান্তিক মৃত্যু: মিঠামইনে খালে ডুবে প্রাণ গেল


দুই শিশুর মর্মান্তিক মৃত্যু: মিঠামইনে খালে ডুবে প্রাণ গেল


ঢাকা প্রেস
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-


কিশোরগঞ্জের মিঠামইনে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া বিস্তার করেছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। বাড়ির পাশে খেলতে গিয়ে খালে পড়ে যায় পাঁচ বছরের তাসমিয়া আহমেদ নিশাত এবং চার বছরের রাফিয়া তানহা। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
 

মৃত দুই শিশুই সাহেবনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তাসমিয়া ছিল জোবায়ের আহমেদের মেয়ে এবং রাফিয়া ছিল মহিবুর রহমানের মেয়ে। সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে তারা খালে পড়ে যায়।
 

প্রথমে নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করতে যান। পরে খাল থেকে রাফিয়ার মরদেহও উদ্ধার করা হয়।
 

এই ঘটনায় স্থানীয়রা গভীর শোকাহত। তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, এই দুর্ঘটনায় তাদের পরিবার ভেঙে পড়েছে।

 

কাটখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এই ঘটনাটি শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরে। বাবা-মা এবং অভিভাবকদের উচিত শিশুদেরকে সবসময় নজরদারিতে রাখা এবং তাদেরকে পানি সংক্রান্ত বিপদ থেকে সাবধান করা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫