উত্তর পতেঙ্গায় ইসরাফিল খসরুর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন-ঘোষণা: নির্বাচিত হলে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণ

হোসেন বাবলা (চট্টগ্রাম):-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকায় একটি ১০০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি সর্বাত্মকভাবে কাজ করবে, যাতে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা যায়।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডের স্টিল মিলস এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনজুর কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডা. মো. নূরুল আবছার, সাবেক কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মো. শাহাবুদ্দিনসহ আরও অনেকে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল, মহিলা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব চিটাগাং গোল্ডেন সিটি ও লিও ক্লাব অব গোল্ডেন সিটি স্টারের সহযোগিতায় এবং ইসরাফিল খসরুর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ৩০০ জনের বেশি মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ ও প্রেসক্রিপশন বিতরণ করা হয়।
ইসরাফিল খসরু জানান, এ ধরনের কার্যক্রম নগরের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫