নির্বাচনী সংস্কারে বিলম্বের আশঙ্কা

ঢাকা প্রেস নিউজ
নবগঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের মতে, দেশের নির্বাচনি ব্যবস্থার ব্যাপক সংস্কারে আরও সময় লাগতে পারে। তিনি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
ড. বদিউল আলম বলেন, “আমরা নির্বাচনি ব্যবস্থার সব দিক বিশ্লেষণ করে তার ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা দেব। তবে এগুলো বাস্তবায়নে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে দীর্ঘ আলোচনা প্রয়োজন হতে পারে। একটা রোডম্যাপ তৈরি করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
এর আগে সেনাপ্রধান দেড় বছরের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ব্যক্ত করেছিলেন। কিন্তু কমিশন প্রধানের মতে, এই সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করা কঠিন হতে পারে।
উল্লেখ্য, গত আগস্টে দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর নির্বাচন ব্যবস্থা, সংবিধানসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কমিশনগুলোকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও, কমিশন প্রধানের এই মন্তব্যে সংস্কার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫