অবরোধে সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

গত শনিবার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়িতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হওয়ায় জনজীবন আবার পূর্বের গতিতে ফিরতে শুরু করেছে।
বিশেষ করে, সাজেকে তিন দিন আটকে পড়া অসংখ্য পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল ৭টায় ১১২টি পিকআপ, জীপ, ২৩টি সিএনজি এবং শতাধিক মোটরসাইকেল করে পর্যটকরা সাজেক ছাড়েন।
সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক: গত কয়েকদিনের সহিংসতার পর খাগড়াছড়ির পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্থি ফিরে আসতে শুরু করেছে। দোকানপাট খুলেছে এবং মানুষের চলাচল বেড়েছে।
অবরোধের কারণ: উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫