মুরাদনগরে গোমতী নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে: লাখো মানুষ পানিবন্দী

ঢাকা প্রেস
লামিয়া আক্তার,মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
ক'দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লার গোমতী নদীর জল দ্রুত বেড়ে চলেছে। বিভিন্ন স্থানে জলধারা বিপদসীমা অতিক্রম করায় জল প্রবেশ শুরু করেছে লোকালয়ে। গোমতী নদীর কুমিল্লা জেলার মুরাদনগর অংশের নিচু স্থানগুলো ইতোমধ্যে ডুবতে শুরু করেছে। নদী তীরবর্তী ফসলি জমি প্লাবিত হয়ে নষ্ট হতে শুরু করেছে কৃষকের ফসল। স্রোতের আঘাতে মাছের প্রজেক্টের বাঁধ ভেঙে চাষকৃত মাছ বেরিয়ে পড়েছে, ফলে প্রজেক্ট মালিকদের মাথায় নেমেছে চিন্তার ভাঁজ।
উপজেলার গুঞ্জর, পৈয়াপাথর, ভূবনঘর, দড়িকান্দি, দিলালপুর, রহিমপুর, জাহাপুর সহ বিভিন্ন গ্রামের মানুষজন প্লাবনে ডুবে দিনপার করছে তীব্র আশংকায়। একাধিক স্থানে ডুবে গিয়েছে যাতায়াতের প্রধান সব রাস্তা। তাই জল উপেক্ষা করে দৈনিন্দন কাজ সম্পন্ন করতে যাতায়াতের বাহন হিসেবে ব্যবহার করছেন ভ্যানগাড়ী ও ছোট নৌকা।
গোমতী নদীর পানিতে তলিয়ে যায় মুরাদনগর টু ইলেটগঞ্জ সড়কে কারণে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামের কয়েক লাখো মানুষের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আসতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো ভাসছে পানির নিচে।
মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, গোমতী ব্রিজের নিচের অংশ তলিয়ে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না। আগে সিএনজি ও অটোরিক্সা করে ১০টাকা ভাড়া দিয়ে যাতায়াত করা যেতো। নৌকা ও ভ্যানে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। সড়কের খানাখন্দে ভ্যানগাড়ী উল্টে যাওয়ার ভয় রয়েছে। মেয়েরা জল মারিয়ে যাওয়া নিরাপদ বোধ করছে না। বিএনপি ভাইস চেয়ারম্যান ও মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পারিবার পক্ষ থেকে মুরাদনগর সদর ইউনিয়ন, ধামঘর ও জাহাপুর ইউনিয়ন বানবাসীদেরকে খিচুড়ি, প্যাকেট জাত খাবার, পানি, মোমবাতি ও দিয়েশলাই দিয়ে পানি বন্দী সহায়তা করেন।
মুরাদনগর নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, উপজেলায় সর্বমোট ৭৭টি আশ্রয়কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছে জন সাধারণকে৷ ধারণক্ষমতা রয়েছে ১লাখ ১শত জন। তবে যে হারে বন্যার পানির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে তাতে আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতার বাহিরে থাকতে হবে অধিকাংশ মানুষকে। ২হাজার মানুষকে শুকনো খাবার, পানির বোতল, মোমবাতি ও দিয়েশলাই দিয়েছি।
পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, আমরা বাঁধের কাছে অবস্থান করে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছি। নিরাপত্তা প্রদানের জন্য জেলা প্রশাসন ও সেনাবাহিনীকে জানানো হয়েছে। আমাদের ওয়াটার লেভেল বর্তমানে ডেঞ্জার লেভেল ১১.৩ সেন্টিমিটার অতিক্রম করছে। কয়েকটি স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গিয়েছে সবকিছু।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫