|
প্রিন্টের সময়কালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৫ অপরাহ্ণ

নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল


নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল


ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত কোনো সুস্পষ্ট নির্দেশনা না পাওয়ার বিষয়টি তুলে ধরে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে তিনি বলেন, "দেশের জনগণের অনেক আশা ছিল ৫ আগস্ট পরিবর্তনের পর, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর, দেশের পরিবর্তন আসবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন। তবে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, সে লক্ষ্যে আমরা কোনো সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না।"
 

তিনি আরও বলেন, "আপনারা দেখেছেন, বিএনপিকে গণতন্ত্র এবং জনগণের অধিকার আদায়ের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে।"
 

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং ক্রমান্বয়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অবিভক্ত বাংলার বরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিকদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে।"
 

তিনি বলেন, "দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নানা রকম চক্রান্তের চেষ্টা করছে। বিদেশ থেকেও এ ধরনের চেষ্টা হচ্ছে, আর দেশের অভ্যন্তর থেকেও কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।"
 

বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫