আক্রমণাত্মক ক্রিকেট খেলে যাওয়ার বার্তা অধিনায়কের

আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হারের মাধ্যমে শেষ হলো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ। শেষ ম্যাচটায় টাইগারদের ব্যাটিং ভালো হয়নি। তবে আক্ষেপে পুড়তে রাজি নন অধিনায়ক সাকিব আল হাসান। বরং তিনি সতীর্থদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে সন্তুষ্ট। সেই সঙ্গে এভাবেই খেলে যাওয়ার ডাক দিলেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরাজয়ের কারণ নিয়ে সাকিব আল হাসান বলেন, 'আমরা ব্যাটিংটা ভালো করিনি, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। যেটা হয় যে আমরা যদি একই রকম অ্যাপ্রোচে (আক্রমণাত্মক) খেলে যাই, তাহলে কখনো কখনো এটা (ব্যাটিং ধস) হতে পারে। আমরা আমাদের অ্যাপ্রোচ পরিবর্তন করতে চাইনি। আমরা যদি ভালো দল হতে চাই, তাহলে এভাবেই খেলে যেতে হবে।'
৪ এপ্রিল থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। ফরম্যাট বদলে গেলেও একই বার্তা দিয়ে রাখলেন টেস্ট অধিনায়ক সাকিব, 'কিছুদিনের মধ্যেই আমাদের টেস্ট ম্যাচ। এজন্য ঢাকায় যেতে হবে এবং সেখানে গিয়ে দেখি আমরা কী করতে পারি। আমরা অনেক ভালো খেলেছি। ইংল্যান্ড সিরিজের পর থেকে আমাদের মাঝে সেই তাড়নাটা এসেছে। আমরা দুটি ভালো ম্যাচ খেলেছি, এবং আজকের দিনটা আসলে আয়ারল্যন্ডের ছিল।'
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫