আবারো কুড়িগ্রামের নদ-নদীতে পানি বৃদ্ধি,প্লাবিত নিম্নাঞ্চল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কমার পর আবারও বাড়তে শুরু করেছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমর নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ফসল।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমর নদীর পয়েন্টগুলোতেও পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানির এই বৃদ্ধিতে নিম্নাঞ্চলের শাকসবজি, রোপা আমন বীজতলা ও সদ্য রোপণকৃত ধানের চারা তলিয়ে গেছে, যা কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, সোমবার রাত থেকে তিস্তা, ধরলা ও দুধকুমর নদীর পানি বাড়ছে, তবে ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল আছে। আগামী ৩–৪ দিনের মধ্যে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের কিছু শাকসবজি, পাট ও রোপা আমন বীজতলা পানিতে তলিয়েছে।
তবে পানি দ্রুত নেমে গেলে বড় ধরনের ক্ষতি নাও হতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫