ভারতের সহিংসতার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার: বাংলাফ্যাক্টের অনুসন্ধান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০৩:৪০ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
ভারতের সহিংসতার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার: বাংলাফ্যাক্টের অনুসন্ধান

ঢাকা, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস): ভারতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে—এমন বিভ্রান্তিকর প্রচারের সত্যতা যাচাই করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ ইউনিট ‘বাংলাফ্যাক্ট’।
 

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে নিশ্চিত করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকার। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তরবারি সদৃশ ধারালো অস্ত্র দিয়ে এক যুবকের ওপর হামলা চালাচ্ছেন। রক্তাক্ত যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারী থেমে থাকেননি। পাশে দাঁড়িয়ে থাকা এক যুবককে চেয়ার হাতে দেখা গেলেও তিনি হস্তক্ষেপ করেননি।
 

অনুসন্ধানে জানা গেছে, স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে জুনায়েদ মুন্নু খান নামের এক ব্যক্তি শাহরুখ নামের এক যুবকের ওপর হামলা চালান। ঘটনাটি ঘটে গত ২ জুলাই। ভিডিওটি ৩ জুলাই ভারতের গণমাধ্যম টাইমস নাউ-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে মিলে গেছে বলে জানায় বাংলাফ্যাক্ট।
 

আহত শাহরুখকে স্থানীয় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার অবস্থা গুরুতর। অভিযুক্ত হামলাকারী পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুরো ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে ভারতের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে।
 

বাংলাফ্যাক্টের বক্তব্য অনুযায়ী, ভারতের এ ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করাটা পুরোপুরি বিভ্রান্তিকর ও মিথ্যাচার।
 

গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা রোধে বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে ভুয়া তথ্য যাচাই ও সত্য প্রকাশে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে সঠিক তথ্য প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: বাসস।