|
প্রিন্টের সময়কালঃ ২০ নভেম্বর ২০২৫ ০৪:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

নরসিংদীতে অভিনব কৌশলে গাঁজা পরিবহনকালে নারীসহ দুই মাদক কারবারি আটক


নরসিংদীতে অভিনব কৌশলে গাঁজা পরিবহনকালে নারীসহ দুই মাদক কারবারি আটক


সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা:



 

নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়াস্থিত ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে অভিনব কৌশলে গাঁজা বহন করার সময় নারীসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
 

বুধবার (১৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার নিশ্চিত করেন।
 

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এসময় তাদের শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আটকরা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের নজর এড়াতেই তারা শরীরে টেপ দিয়ে গাঁজা পেঁচিয়ে বহনের মতো কৌশল গ্রহণ করেছিল। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫