|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ০১:৫১ অপরাহ্ণ

পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর


পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার হওয়া ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।


জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস এবং অজয় সূত্রধর চৌধুরী।
 

এর আগে, গত সোমবার পুলিশের ওপর হামলার অন্য এক মামলায় আট আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, পুলিশের ওপর হামলার দুটি মামলায় কোতোয়ালি থানা-পুলিশ ১২ আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 

তিনি আরও জানান, সকালেই কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 

উল্লেখ্য, ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
 

সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন ওই হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও চারটি মামলা দায়ের করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫